জোড়া সেঞ্চুরিতে রাজকোটে প্রথম দিন রাঙাল ভারত
দিনের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দলীয় ৩৩ রানেই নেই তিন টপঅর্ডার। ওমন মুহূর্তে ব্যাট হাতে দলকে উদ্ধার করে রোহিত শর্মা। দলকে তো উদ্ধার করলেনই, সেই সঙ্গে ব্যাট উঁচিয়ে হাঁকালেন সেঞ্চুরি।
অধিনায়েকর পাশাপাশি ঝিলিক দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনিও তুলে নিয়েছেন সেঞ্চুরি। সঙ্গে অভিষিক্ত সরফরাজ খানের ফিফটিতে ভর করে রাজকোট টেস্টের প্রথম দিনটা ভালোভাবেই পার করেছে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে ভারত। দলের পক্ষে ১৯৬ বলে ১৩১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ২১২ বল খেলে ১১০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন জাদেজা।
দিনের শেষ অংশে গিয়ে আউট হন সরফরাজ। ফেরার আগে ৬৬ বলে তিনি খেলেন ৬২ রানের ইনিংস। অভিষেক দিনে ৭৫ মিনিট উইকেটে থিতু হওয়া সরফরাজ নিজের ইনিংস সাজান ৯ বাউন্ডারি আর এক ছক্কায়।
অথচ টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বাজে হয়েছিল ভারতের। ১২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। দলীয় ২২ রানের মাথায় ১০ রানে বিদায় নেন যশস্বী জয়সওয়াল। ২৪ রানের সময় শুভমান গিল ফেরেন শূন্যতে। এরপর দলীয় ৩৩ রানে গিয়ে আউট হন রজত পতিদার (৫)। এমন বাজে শুরুর পরও অধিনায়ক রোহিত, জাদেজা আর সরফরাজ মিলে রক্ষা করেন ভারতকে।
বল হাতে ইংল্যান্ডের মার্ক উড ৩টি উইকেট নেন। ১টি উইকেট নেন টম হার্টলি। এই টেস্টের আগে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। এরপর বিশাখাপত্তনম টেস্ট ভারত জিতে ১-১ সমতায় ফেরে। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে রাজকোটে মুখোমুখি হয়েছে দুদল।