ইংলিশ বোলারদের দাপটে চাপে ওয়েস্ট ইন্ডিজ
দিনের শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অল্প সময়ের মধ্যেই নাড়িয়ে দেয় ইংলিশদের মিডলঅর্ডার। তবে শেষ দিকে ইংল্যান্ডকে স্বস্তি এনে দেন স্টুয়ার্ট ব্রড। ব্যাট হাতে ঝড় তুলে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। বল হাতেও অবদান রাখেন। একই সঙ্গে বল হাতে দাপট দেখান অ্যান্ডারসন-আর্চাররাও। স্বাগতিক বোলারদের দাপটে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে ওয়েস্ট ইন্ডিজ।
ছয় উইকেটে ১৩৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে উইকেটে ছিলেন অধিনায়ক জেসন হোল্ডার (২৪) ও কিপার-ব্যাটসম্যান শেন ডাওরিচ (১০)।
প্রথম ইনিংসে ৩৬৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ২৩২ রানে পিছিয়ে থেকে আজ রোববার তৃতীয় দিন শুরু করবে ক্যারিবীয়রা। ফলোঅন এড়ানোই এখন কঠিন চ্যালেঞ্জ অতিথিদের জন্য।
ইংল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়া ব্রড মাত্র ৪৫ বলে ৬২ রান করেন। ৯১ রানে আউট হন ওলে পোপে। ৬৭ রান করেন জস বাটলার। ররি বার্নস করেন ৫৭ রান। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ ছিলেন।
অন্যদিকে ক্যারিবীয় ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেননি। দ্বিতীয় দিন সর্বোচ্চ ৩২ রান করেন ক্যাম্পবেল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস : ১১১.৫ ওভারে ৩৬৯ (আগের দিন ২৫৮/৪) (পোপ ৯১, বাটলার ৬৭, ওকস ১, বেস ১৮*, আর্চার ৩, ব্রড ৬২, অ্যান্ডারসন ১১; রোচ ২৫.৪-৪-৭২-৪, গ্যাব্রিয়েল ২৩.২-৪-৭৭-২, হোল্ডার ২৪.৫-৫-৮৩-১, কর্নওয়াল ২৭-৫-৮৫-০, চেইস ১১-৩-৩৬-২)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৪৭.১ ওভারে ১৩৭/৬ (ব্র্যাথওয়েট ১, ক্যাম্পবেল ৩২, হোপ ১৭, ব্রুকস ৪, চেইস ৯, ব্ল্যাকউড ২৬, হোল্ডার ২৪*, ডাওরিচ ১০*; অ্যান্ডারসন ১১-৪-১৭-২, ব্রড ১০-৩-১৭-২, আর্চার ১৩.১-১-৫৫-১, ওকস ১৩-১-৩৯-১)।