মাহমুদউল্লাহর অবসরে সতীর্থদের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার গতকাল বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। তার এই বিদায়ে স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়েছেন পঞ্চপাণ্ডবের বাকি ক্রিকেটাররা।
ফেসবুকে সাকিব আল হাসান তার পোস্টে লেখেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই সবকিছু বলে দেয়। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য পুরো জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
মাশরাফী বলেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেগুলোই তোকে উচ্চতায় নিয়ে গেছে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং তোরা কতটা ত্যাগ করে দলের হয়ে খেলেছিস।’
তামিম লিখেছেন, ‘রিয়াদ ভাই, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে ও মাঠের বাইরে আমাদের অনেকের অনুপ্রেরণা।’
মুশফিক তার অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘এত বছর ধরে আপনার সাথে মাঠ ভাগাভাগি করে নিতে পারা সত্যিই সম্মানের। আপনার নির্দেশনা এবং একসাথে আমাদের অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। জাতির জন্য যা করেছেন, তাতে আমি অত্যন্ত গর্বিত।’
বাংলাদেশের জার্সিতে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্টে ব্যাট হাতে ২৯১৪ রান ও বল হাতে ৪৩ উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। আর ওয়ানডেতে ৫৬৮৯ রানের সঙ্গে ৮২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৪৪৪ রানের সঙ্গে ডানহাতি অভিজ্ঞ তারকার শিকার ৪১ উইকেট।