ইনজুরির কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন নীরজ চোপড়া
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে দাঁড়ালেন নীরজ চোপড়া।
গত রোববরার ওরেগনে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপা পদক জেতেন নীরজ। সেই সময় চোট পেয়েছিলেন, সেই কারণেই তিনি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক ধরে রাখতে পারবেন না।
আইওএর মহাসচিব রাজীব মেহতা এক বিবৃতিতে বলেন, ‘টিম ইন্ডিয়ার জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ফিটনেস সংক্রান্ত কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারছেন না। তিনি যুক্তরাষ্ট্র থেকে আমাকে ফোন করেছিলেন। গতকাল সোমবার একটি এমআরআই স্ক্যান করা হয়, তাকে মেডিকেল টিম এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছে।’
নীরজ বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন। গত বছরের টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন।
ওরেগনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা পদক জেতার পর নীরজ ফাইনালে চতুর্থ প্রচেষ্টার পরে তার উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করেন।
এ ব্যাপারে এনডিটিভিকে নীরজ বলেন, ‘চতুর্থ নিক্ষেপের পর আমি উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করি। আশা করি ঠিক হয়ে যাবে।’
চোপড়া গত মাসে স্টকহোমে মর্যাদাপূর্ণ ডায়মন্ড লিগে রুপা পদক জিতেছিলেন।
চোপড়া এই মৌসুমে অসাধারণ সাফল্য পান। ব্যক্তিগত সেরা দুইবার উন্নতি করেছেন। তিনি ১৪ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার থ্রো রেকর্ড করেছিলেন। গত মাসে তাঁর বর্শা ৮৯.৯৪ মিটারে পাঠান।
তিনি ভেজা এবং পিচ্ছিল অবস্থায় খেলে ৮৬.৬৯ মিটার থ্রো দিয়ে ফিনল্যান্ডের কুওর্তান গেমসে জ্যাভলিন থ্রো ইভেন্ট জিতেছিলেন।