কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতল অস্ট্রেলিয়া

ওয়ানডে এবং টি-টোয়েন্টি—বৈশ্বিক দুই টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার বিশ্বচ্যাম্পিয়নদের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসেও ভারতকে হারিয়ে সোনার পদক নিজেদের করে নিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।
কমনওয়েলথ গেমসে পদক জয়ের লড়াইয়ে রোববার রাতে শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে সোনার পদক জিতেছে অস্ট্রেলিয়া।
২৪ বছর পর এবারের আসর দিয়েই কমনওয়েলথ গেমসে ফিরেছে ক্রিকেট। এর আগে ১৯৯৮ সালে কুয়ালা লামপুর গেমসে ছিল ছেলেদের ক্রিকেট। স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে হারিয়ে সেবার সোনা জিতেছিল শন পোলকের দক্ষিণ আফ্রিকা। এতদিন পর এবার অসি মেয়েরা জিতে নিল সোনার পদক।
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে এদিন ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৬১ রান করেন বেথ মুনি। মেগ ল্যানিং করেন ২৬ বলে ৩৬ রান। অ্যাশলি গার্ডনার করেন ১৫ বলে ২৫ রান।
জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৫২ রানে থামে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে অফ স্পিনার গার্ডনার ৩ উইকেট নেন, মূল স্ট্রাইক বোলার শুট ২৭ রানে নেন ২টি।
ফাইনালের আগের ম্যাচে স্বাগতিক ইংলিশ নারীদের ৮ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় নিউজিল্যান্ড।