ইফতার বানিয়ে এতিমদের পাশে জাহানারা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/24/jahanara.jpg)
প্রায়ই অসহায়-দুস্থ মানুষদের পাশে দাঁড়ান নারী দলের অন্যতম ক্রিকেটার জাহানারা আলম। গেল বছর করোনার মধ্যেও অসহায়দের সাহায্য করে গেছেন। এবারও ব্যতিক্রম নয়। নিজ হাতে ইফতার বানিয়ে এতিমদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ নারী দলের এই পেসার।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন জাহানারা। ইফতার তৈরি করার তিনটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, নিজ হাতে ইফতারের বাটি সাজাচ্ছেন জাহানারা।
ক্যাপশনে এই মুহূর্তগুলোর অনুভূতি নিয়ে জাহানারা লিখেছেন, ‘আলহুমদুলিল্লাহ, আমি এতিমখানার জন্য ইফতার তৈরি করে ভাগ করে নিলাম। চলুন, আমাদের ক্ষমতা অনুসারে এতিম ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সমস্ত প্রার্থনা গ্রহণ করুন।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/04/24/3.jpg 687w)
জাহানারার পোস্টটিতে অনেক ইতিবাচক সাড়া পড়েছে। গত বছর লকডাউনের সময়েও তিনি সাধ্যমতো অসহায়দের সাহায্য করেছেন। এবারও এগিয়ে এসেছেন।