উইজডেনের দশক-সেরা টেস্ট দলে নেই কোনো বাংলাদেশি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/25/wisden.jpg)
দীর্ঘ ক্যারিয়ারে দুহাত ভরে অনেক কিছু অর্জন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের বুকে মাথা উঁচু করতে বাংলাদেশকেও এনে দিয়েছেন বেশ কিছু সাফল্য। সেই অর্জনই তাঁকে বারবার নিয়ে গেছে সেরাদের কাতারে। তাই সাকিব কদিন আগে জায়গা করে নিয়েছেন উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন এবার ঘোষণা করেছে দশক সেরা টেস্ট দল। অনাকাঙ্ক্ষিত ভুলে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব নেই এই তালিকায়। শুধু তাই নয়, কোনো বাংলাদেশি ক্রিকেটারও এই তালিকায় জায়গা পাননি।
তালিকায় আছেন ভারতের দুজন, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। ১০ বছরে অশ্বিনের স্পিনের জাদুতে বহু ম্যাচ জয়ের মুখ দেখেছে ভারত। ৭০ ম্যাচে ৩৬২ উইকেট তাঁর। টেস্টে অবশ্য রোহিত শর্মাকে রাখেনি উইজডেন। তেমনি কোহলির হাত ধরে অনেক সাফল্য পেয়েছে ভারত।
এর আগে দশক সেরা ওয়ানডে দল ঘোষণা করেছিল উইজডেন পত্রিকা। নিজের পারফরম্যান্স দিয়ে সেখানে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। এমনকি অলরাউন্ডার হিসেবে পারফরম্যান্স বিবেচনায় গত এক দশকে তাঁর ধারে কাছে কেউ নেই।
উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে রয়েছেন ছয় ব্যাটসম্যান, চার পেস বোলার ও এবং একজন অলরাউন্ডার। গত এক দশকে সাকিব ১৩১ ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে চার হাজার ২৭৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৭ উইকেট। এ বছরের বিশ্বকাপের শীর্ষ পারফরমারদের একজন ছিলেন সাকিব।
উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে আছেন ভারতের তিন খেলোয়াড়। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আছেন দুজন করে। এ ছাড়া ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের আছেন একজন করে।
উইজডেনের দশক সেরা টেস্ট দল :
অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, বেন স্টোকস, এবি ডিভিলিয়ার্স, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, কাগিসো রাবাদা ও জেমস অ্যান্ডারসন।