উইম্বলডন : চতুর্থ রাউন্ডে রাফায়েল নাদাল
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন রাফায়েল নাদাল। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে লোরেঞ্জো সোনেগোকে ৬-১, ৬-২, ৬-৪ উড়িয়ে দিয়েছেন তিনি। তাই চতুর্থ রাউন্ডে উঠলেন নাদাল।
চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বোটিক ভ্যান দে স্ক্যাল্প।
পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতে অনেক আগেই রেকর্ড গড়েন নাদাল। মৌসুমের প্রথম দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন তিনি।
এদিন ম্যাচের প্রথম দুই সেটে সহজেই জয় পান নাদাল। তৃতীয় সেটে কিছুটা লড়াই করতে হয় তাঁকে। শেষ পর্যন্ত জয় পেতে কোনো সমস্যা হয়নি তাঁর।
এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন স্টেফানোস সিসিপাস। অস্ট্রেলীয় তারকা নিক কির্গিয়সের কাছে ৬-৭, ৬-৪, ৬-৩, ৭-৬ সেটে হেরে যান তিনি।
ছিটকে গিয়েছেন সদ্য ফরাসি ওপেন জিতে আসা ইগা শিয়নটেক। অঘটন ঘটিয়ে এদিন বিদায় নিলেন কোকো গফও।