আলকারাজের সঙ্গে জুটি বেঁধেও ব্যর্থ নাদাল
টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল এখন বয়সের ভারে অনেকটাই নিষ্প্রভ। চলমান প্যারিস অলিম্পিকে পড়েছে তার ছাপ। পুরুষ এককে নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছেন আগেই। ভরসা ছিল দ্বৈতে। সেখানে তার সঙ্গী ছিলেন তরুণ তারকা কার্লোস আলকারাজ। কিন্তু, দুজন মিলেও ব্যর্থ। পারেননি টিকে থাকতে। এককের পর দ্বৈতেও অলিম্পিক থেকে বাদ পড়েছেন নাদাল।
পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের। দুই মার্কিন টেনিস তারকা অস্টিন ক্রাজিচেক ও রাজিব রামের কাছে হার মেনেছেন নাদাল-আলকারাজ। অস্টিন-রাজিব জুটির কাছে ৬-২, ৬-৪ গেমে সরাসরি সেটে হেরে যান তারা। পুরুষ দ্বৈতে দুই প্রজন্মের দুই তারকাকে নিয়েও তাই পদকহীন থাকতে হচ্ছে স্পেনকে।
এর আগে গত গত ২৯ জুলাই রোলাঁ গারোয় ৬-১, ৬-৪ গেমে নাদালকে হারিয়ে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন জকোভিচ। প্রথম সেট ৬-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটেও জকোভিচ সহজেই নাদালকে ধরাশায়ী করবে বলে মনে হচ্ছিল। তবে, প্রতিরোধ গড়ে তোলেন নাদাল। সমতা ফেরান ৪-৪ এ। এরপর অবশ্য সুযোগ দেননি জকোভিচ। শেষ পর্যন্ত ৬-৪ সেটে হার মানতে হয়েছে নাদালকে।
৩৮ বছর বয়সী নাদাল ক্যারিয়ারে গ্র্যান্ডস্লাম জিতেছেন ২২টি। যার ১৪টিই রোঁলা গাঁরোর লাল মাটিতে। সেই মাটিতেই এবার অনেকখানি অসহায় দেখা গিয়েছে তাকে। এমনকি আলকারাজের মতো সময়ের অন্যতম তারকাকে সঙ্গে নিয়েও পারেননি প্রতিপক্ষের বাধা উৎরাতে।