উয়েফার বর্ষসেরা ফুটবলার জর্জিনিয়ো
গত মৌসুমে ফুটবলে দারুণ সময় পার করেছেন চেলসির তারকা খেলোয়াড় জর্জিনিয়ো। জাতীয় দল ইতালি ও ক্লাব দুটোতেই পেয়েছেন সাফল্য। সেই পুরস্কার হিসেবে উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন এই ইতালিয়ান মিডফিল্ডার।
আজ বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানেই বর্ষসেরা ফুটবলার-কোচদের নাম ঘোষণা করা হয়। সেরা ফুটবলার হতে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে এবং চেলসির আরেক মিডফিল্ডার এনগোলো কন্তেকে পেছনে ফেলেছেন জর্জিনিয়ো।
১৭৫ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন জর্জিনিয়ো। ১৬৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ব্রুইনে। এনগোলোর পয়েন্ট ১৬০। ১৪৮ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে লিওনেল মেসি। রোনালদো হয়েছেন নবম।
ইউরো-২০২০ এ খেলা ২৪ দেশের জাতীয় দলের কোচ, ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলা দলগুলোর কোচ এবং ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ৫৫ সাংবাদিকের (উয়েফার প্রতিটি সদস্য দেশের এক জন করে) ভোটে প্রথমে সংক্ষিপ্ত তালিকা করা হয়। এরপর এর মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে বর্ষসেরা খেলোয়াড়। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস।
চেলসির এনগোলো কন্তে জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার। বর্ষসেরা ডিফেন্ডার হয়েছেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস। বর্ষসেরা ফরোয়ার্ড হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হলান্ড। আর উয়েফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন চেলসির এদুয়াঁ মঁদি। সেরা কোচ হয়েছেন চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো টমাস তুখেল। নারীদের বর্ষসেরা কোচ লুইস কর্তেস।
বর্ষসেরা (পুরুষ) ফুটবলার: জর্জিনিয়ো (চেলসি)
গোলরক্ষক: এদুয়াঁ মঁদি (চেলসি)
ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)
মিডফিল্ডার: এনগোলো কঁতে (চেলসি)
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (বরুশিয়া ডর্টমুন্ড)
বর্ষসেরা (নারী) ফুটবলার: আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)
গোলরক্ষক: সান্দ্রা পানোস (বার্সেলোনা)
ডিফেন্ডার: ইরেনে পারেদেস (পিএসজি)
মিডফিল্ডার: আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)
ফরোয়ার্ড: জেনি এরমোসো
বর্ষসেরা কোচ (পুরুষ): টমাস টুখেল (চেলসি)
বর্ষসেরা কোচ (নারী): লুইস কর্তেস।