এএফসি কাপের ম্যাচ ঢাকায় খেলতে চায় আবাহনী
গত ১৪ এপ্রিল এএফসি কাপের প্লে-অফের ম্যাচে মালদ্বীপের দল ইগলস ক্লাবের বিপক্ষে খেলার কথা ছিল ঢাকা আবাহনী লিমিটেডের। করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন করতে পারেনি তারা।
পরে ভারতে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আয়োজনের প্রস্তাব দেওয়া হয় মালদ্বীপকেও। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং মালদ্বীপ সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশেই আয়োজন করতে চায় আবাহনী।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু এ ব্যাপারে বলেন, ‘এএফসি আমাদের কাছে ম্যাচটি আয়োজনের ব্যাপারে জানতে চেয়েছে। এই মুহূর্তে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। মালদ্বীপও ইতিবাচক সাড়া দেয়নি। তাই আমরা আগামী মের শুরুতে ঢাকায় ম্যাচটি আয়োজনের কথা এএফসিকে জানিয়েছি।’
আসরের গ্রুপ পর্বে সরাসরি খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস। তবে প্লে-অফ পার হতে হলে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের দল ইগলস ক্লাবের বিপক্ষে জিততে হবে আবাহনীকে।