মোহনবাগানের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ আবাহনীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/22/abahani.jpg)
এবারও এএফসি কাপের মূল পর্বে ওঠা হলো না ঢাকা আবাহনী লিমিটেডের। শুরুতে এগিয়ে গিয়েও মোহনবাগানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো আবাহনীর। আজ সোমবার (২২ আগস্ট) এএফসি কাপের প্লেঅফে কলকাতার ক্লাব মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরেছে আবাহনী। এ নিয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টটির মূল পর্বে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশের ক্লাবটি।
কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের শুরুটা ভালো করেছিল আবাহনী। স্বাগতিক মোহনবাগানের বিরুদ্ধে ১৭ মিনিটেই এগিয়ে যায় তারা। এমেকার পাস থেকে বল জালে পাঠান কর্নেলিয়াস স্টুয়ার্ট। প্রথমার্ধে আরও কয়েকটি বিচ্ছিন্ন আক্রমণ করলেও গোলের দেখা পায়নি আবাহনী। উল্টো ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে মোহনবাগানকে সমতায় ফেরান জেসন কামিংস। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় মোহনবাগান। স্পষ্ট প্রাধান্য বিস্তার করে আক্রমণ শানাতে থাকে তারা। ৫৮ মিনিটে তেমনই এক আক্রমণে ওঠে মোহনবাগান। সেটি ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠান আবাহনীর ডিফেন্ডার মিলাদ শেখ। আত্মঘাতী গোলের বদৌলতে ২-১ এগিয়ে যায় মোহনবাগান।
এর মিনিট দুয়েক বাদে আবারও আক্রমণ সাজায় মোহনবাগান। আরমান্ডো সাদিকুর গোলে ৩-১ গোলের লিড পায় তারা। দুই মিনিটে দুই গোল খেয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে আবাহনী। যেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। আরও একবার আবাহনীকে ফিরতে হলো শূন্য হাতে।