ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ান
এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। আজ বুধবার বিসিসিআই এই ঘোষণা দিয়েছে।
রবীন্দ্র জাদেজা এই দলটির সহ-অধিনায়ক থাকবেন। রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরাহকে এই সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে।
ধাওয়ান গত বছর শ্রীলঙ্কা সফরে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। এদিকে সঞ্জু স্যামসন দলে ফিরেছেন পন্তের স্থলাভিষিক্ত হয়ে। পেসার আরশদীপ সিং জায়গা ধরে রেখেছেন। জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলসহ স্পিন-বোলিং অলরাউন্ডার দীপক হুদা দলে রয়েছেন।
২২ জুলাই ত্রিনিদাদে সিরিজের প্রথম ওয়ানডে। পরে ২৪ ও ২৭ জুলাই একই ভেন্যুতে আরও দুটি ওয়ানডে হবে।
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২৯ জুলাই এবং ১ ও ২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজে তিনটি টি-টোয়েন্টি হবে। আর ৬ ও ৭ আগস্ট যুক্তরাষ্ট্রে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
ভারতীয় দল : শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং।