ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর স্থগিত
করোনাভাইরাসের কারণে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগমী জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ক্যারিবীয়দের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য সফরে যাওয়া ঠিক নয় ভেবে সিরিজটি স্থগিত করার সিদ্বান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানান, ‘বর্তমান পরিস্থিতিতে এটি নিশ্চিতভাবে বলা যায়, জুনে খেলা অসম্ভব। আমাদের সিদ্বান্তের সঙ্গে একমত পোষণ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারাও সিরিজটি নিয়ে আগ্রহী নয়। তবে ভবিষ্যতে সিরিজটি আয়োজনে দুই বোর্ডের আলোচনা চলবে। খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা কোনো ক্রিকেট ম্যাচ খেলব না। আমাদের মেডিকেল দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।'
অবশ্য ইসিবি গেল মাসেই ঘোষণা করেছে, ১ জুলাই পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট ম্যাচ আয়োজন করবেন না তারা।
এদিকে ৪ জুন থেকে ওভাল টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজটি শুরু হওয়ার কথা ছিল। এরপর এজবাস্টন ১২ জুন থেকে দ্বিতীয় ও লর্ডসে ২৫ জুন থেকে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল। এখন আপাতত পুরো সিরিজ স্থগিত।