কঠিন সময় যেভাবে পাড়ি দিয়েছেন সাকিব
১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে স্মরণীয় রাখার মতো অনেক কিছু করেছেন সাকিব আল হাসান। দেশকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি তাঁর ব্যক্তিগত অর্জনও অনেক। কিন্তু একটিও ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসেবে বাছাই করতে পারছেন না দেশসেরা এ ক্রিকেটার। একমাত্র বিশ্বকাপ জিতলেই ক্যারিয়ারের সেরা মুহূর্ত পাবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
নিজের ইউটিউব চ্যানেলে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের অনেক প্রশ্নের উত্তর দেন সাকিব। সেখানেই একটি প্রশ্ন ছিল ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিয়ে। সরাসরি সাকিব জানিয়ে দিলেন, এখনো ক্যারিয়ারের সেরা মুহূর্ত পাননি তিনি।
সাকিব বলেন, ‘ক্যারিয়ারের সেরা মুহূর্ত এখনো আসেনি। সেরা মুহূর্ত হবে বাংলাদেশের হয়ে কোনো বিশ্বকাপ জয়, সেটা ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। এ পর্যন্ত যদি মনে করি, সেরাগুলোর একটি হলো অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ জয় এবং এবারের বিশ্বকাপে আমার পারফরম্যান্স, ব্যক্তিগত দিক থেকে।’
২০১৯ সালের বিশ্বকাপ দারুণ কেটেছে সাকিবের। ৮ ম্যাচ খেলে ৮৬.৫৭ গড়ে দুটি সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ৬০৬ রান। বল হাতেও নিয়েছেন ১১ উইকেট। টুর্নামেন্ট-সেরার পুরস্কারটা না উঠলেও যেকোনো মানুষের চোখে সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব।
কিন্তু ওই সময়টাতে কঠিন এক সংশয়ে ছিলেন সাকিব। কারণ তত দিনে জুয়াড়ির প্রস্তাবের ব্যাপারটি নিয়ে তদন্ত চলছিল। সাকিব জানতেন, বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। অমন চাপ সামলেও কীভাবে এত দারুণ পারফরম্যান্স করেছেন?
নিজের ইউটিউবে ওই কঠিন সময়ের বর্ণনা দিয়ে সাকিব বলেন, ‘আমার তো মনে হয় খুবই চ্যালেঞ্জিং। যেটা বলছিলেন, হ্যাঁ, অনেক দিন ধরে এটার তদন্ত চলছিল। নিয়মিত আমার সঙ্গে ওরা (এসিইউ) যোগাযোগ করছিল। স্বাভাবিকভাবেই আমার জন্য এটা অনেক অস্বস্তিকর পরিস্থিতি ছিল। এটা একজন খেলোয়াড়ের জন্য কোনো ভালো অনুভূতি না। ভালো কোনো কথা নয় যেটা নিয়ে আপনি ঘুমাতে যেতে পারেন। সেদিক দিয়ে অবশ্যই কঠিন একটা সময় ছিল। তারপরও আমি জানতাম, এও বুঝতে পারছিলাম হয়তো কিছু একটা হতে পারে। আবার কখনো মনে হচ্ছিল নাও হতে পারে। আমি নিশ্চিত ছিলাম না, কী ফল অপেক্ষা করছে। শেষ পর্যন্ত যখন জানলাম, তত দিনে আপনারাও জেনে গেছেন। ওই যে সময়টা যখন তদন্ত চলছিল স্বাভাবিকভাবেই আমার জন্য সহজ ছিল না ব্যাপারটা।’
সাকিব আরো বলেন, ‘আমার ধারণা কেউই চায় না বিতর্কে জড়াতে। সবাই চায় সচেতন থেকে বিতর্ক এড়াতে। কিন্তু কিছু মানুষকে দিয়ে হয়তো সেটা সবসময় সম্ভব হয় না। আমি সামনে অবশ্যই আরো সতর্ক থাকার চেষ্টা করব যেন একদমই বিতর্ক না হয়।’