কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ জিতেছেন ইংল্যান্ডের অ্যালেক্স
কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ পদক জিতেছেন ইংল্যান্ডের অ্যালেক্স ইয়ে। পুরুষদের ট্রায়াথলনে এই পদক জিতেছেন তিনি।
হেইডেন ওয়াইল্ডকে তাড়া করে ৫০ মিনিট ৩৪ সেকেন্ডে জয় পান অ্যালেক্স।
এই জয়কে নিজের শ্রেষ্ঠ কৃতিত্ব হিসাবে দাবি করেন করেন অ্যালেক্স। তিনি বলেন, ‘এই প্রথম আমি আমার বাবা-মায়ের সামনে একটি বড় গেমে দীর্ঘ সময় ধরে দৌড়াতে পেরেছি। আমি খুবই খুশি। আমি আজ একজন ট্রায়াথলিট হতে পেরে গর্বিত। এমন অনেককে দেখেছি যারা আগে কখনও ট্রায়াথলনে আসেনি।’
‘আমার দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত, তারা আমাকে সাহায্য করেছে। এটি আমার প্রথম কমনওয়েলথ গেমস, এটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। কোর্সে হাজার হাজার লোক এবং আমি এটি উপভোগ করেছি।’