কোহলি ও রাহানের মধ্যে তুলনা নয় : শচীন
চরম চাপের মুখে দাঁড়িয়ে বক্সিং ডে টেস্টে ভারতকে জিতিয়ে প্রশংসায় ভাসছেন আজিঙ্কা রাহানে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেছেন রাহানে। তাই ম্যাচটির পরে অনেকেই রাহানের চৌকস নেতৃত্বের প্রশংসা করছেন। অনেকে আবার কোহলির সঙ্গে রাহানের নেতৃত্বের তুলনা দিচ্ছেন।
কোহলি ও রাহানের মধ্যে তুলনার বিষয়টি একেবারেই পছন্দ হয়নি সাবেক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। দুজনের মধ্যে তুলনা করতে নিষেধ করলেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
সংবাদ সংস্থা পিটিআইকে গতকাল বুধবার শচীন বলেন, ‘বিরাটের সঙ্গে রাহানের নেতৃত্বের তুলনা করা উচিত নয়। রাহানের ব্যক্তিত্বটা অন্য রকম। ওর মনোভাবটা খুব আগ্রাসী ছিল। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, ওরা দুজনেই ভারতীয়। দুজনেই ভারতের হয়ে খেলে। কেউ দেশ বা দলের চেয়ে বড়ো নয়।’
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়েছে ভারত। মূলত ওই টেস্টে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন স্বাগতিকেরা। শচীনও মনে করছেন, টিম পেইনের এই দলটার ব্যাটিংয়ে সমস্যা রয়েছে।
শচীন বলেন, ‘অস্ট্রেলিয়ার আগের ব্যাটিং লাইনআপ দেখেছি আর এই দলটার ব্যাটিং লাইনআপ দেখছি। আগেকার দলগুলোর ব্যাটিংটা অনেক গোছানো ছিল। ওরা একটা অন্যরকম তাগিদ নিয়ে ব্যাট করত। এই দলটার ব্যাটিং দেখে মনে হচ্ছে, এখনো গুছিয়ে উঠতে পারেনি। অস্ট্রেলিয়ার এই দলে এমন সব ব্যাটসম্যান আছে, যারা ভাল ফর্মে নেই। ওরা নিজেদের জায়গা ধরে রাখার ব্যাপারে চিন্তায় আছে। আগেকার দলগুলোয় যে যার নিজেদের জায়গায় ব্যাট করত। ব্যাটিং অর্ডার নিয়ে কোনো অনিশ্চয়তা থাকত না।’
এ ছাড়া অভিষিক্ত শুভমান গিলকেও প্রশংসায় ভাসান শচীন। মেলবোর্নে ওপেন করে দুই ইনিংসে শুভমান খেলেছেন ৪৫ এবং ৩৫ রানের ইনিংস। শচীনের কথায়, ‘শুভমানকে খুব আত্মবিশ্বাসী দেখিয়েছে। অস্ট্রেলীয় বোলিংয়ের বিরুদ্ধে সাবলীল ভঙ্গিতে ব্যাট করেছে। শর্ট বলে ভাল শট খেলেছে। শুরুতেই কেউ ৪৫, ৩৫ রান করে আসাটা ভালো ব্যাপার।’