ক্যারিবীয় সফরে যেতে পারেন তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সীমিত ওভারের ম্যাচ খেলতে তাসকিন আহমেদ অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেন। মাঝে জিম করতে গিয়ে ব্যথা পান তিনি। আশার কথা সেরে উঠেছেন এই পেসার। তাই যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।
আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘কদিন আগে ব্যথা পেয়েছিলাম, এখন ঠিক আছি। গত দুদিন বল করেছি, সবার দোয়ায় ভালো আছি এখন।’
তারকা এই পেসার আরও বলেন, ‘গত দুদিন বল করার সময় নির্বাচক ও চিকিৎসক সবাই ছিলেন। আশা করি তারা সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। বাকি সব আল্লাহর ইচ্ছা।’
এর আগে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তাসকিন। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে কব্জিতে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি আরেক পেসার শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা সফরের সময় কাঁধে চোট পাওয়া তাসকিন শ্রীলঙ্কা সিরিজ মিস করেন। তাসকিনকে টি-টোয়েন্টিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। টিম ম্যানেজমেন্টের বিবেচনায় রয়েছেন তিনি।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেন, ‘স্কোয়াড ঘোষণা করার সময় আমরা বলেছিলাম টি-টোয়েন্টিতে তাসকিনের অন্তর্ভুক্তি ফিটনেস সাপেক্ষে। যদি সে স্বাভাবিকভাবে ফিট থাকে তাহলে টি-টোয়েন্টিতে অন্তর্ভুক্ত করা হবে।’
আগামী ২৪-২৮ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।
১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।