বিদেশিদের চেক নিয়ে কী হয়েছিল, খোলাসা করলেন তাসকিন
বিপিএলের চলতি আসরে বেশ বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুতে এখনও আলোচনায় ফ্র্যাঞ্চাইজিটি। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও। রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে হোটেল থেকে বের হননি ৬ বিদেশি ক্রিকেটার। কেন ঘটল এমনটা, তাই খোলাসা করলেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ।
রংপুরকে ২ রানে হারিয়ে নাটকীয় এক জয় পেয়েছে রাজশাহী। তবে, জয় ছাপিয়ে নেতিবাচক কারণে আলোচনায় দলটি। বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই ম্যাচ খেলতে হয়েছে তাদের। যা ক্রিকেট ইতিহাসে বিরল বটে। ঠিক কি কারণে বিদেশিদের এই ম্যাচে পাওয়া যায়নি, ম্যাচশেষে তাই পরিষ্কার করলেন তাসকিন।
বিদেশিদের চেকের বিষয়ে তাসকিন বলেন, ‘টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের রুমে নক করা হয়েছিল, তারা কেউ দরজাই খুলে নাই। সবাই যখন চিন্তিত ছিলাম, ফারুক ভাই ফোন করেছে। বলেছে, টাকা না পেলে বোর্ড পে করবে। আমরা আজকে চেক পেলাম। এই উইকেটের মতো চেক বাউন্স করলে কালকেও টাকা পাবে না। ম্যানেজমেন্ট পে করলে বিদেশিরা কাল মাঠে আসতেও পারে।’
উল্লেখ্য, পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা মাঠেই আসেননি। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, 'দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।'