ক্যারিয়ারের শেষ উইম্বলডনের সেমিফাইনালে সানিয়া
টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে দিয়েছিলেন—এটা হতে চলেছে তাঁর ক্যারিয়ারের শেষ উইম্বলডন। নিজের শেষ উইম্বলডনের মিক্সড ডাবলসে খেলতে নেমে দারুণ ছন্দে ছুটছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। মেয়েদের ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসে সেমিফাইনালের টিকেট পেয়ে গেছেন ভারতীয় তারকা। মিক্সড ডাবলসে তাঁর সঙ্গী ক্রোয়েশিয়ার মেট পেভিক।
কোয়ার্টার ফাইনালে জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিরুদ্ধে খেলেন সানিয়ারা। চতুর্থ বাছাইয়ের এই জুটিকে ৬-৪, ৩-৬, ৭-৫ ব্যবধানের হারিয়েছেন সানিয়া-পেভিক জুটি। এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া।
জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কি জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়া ও পেভিক জুটি।
কোয়ার্টার ফাইনালের প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান সহজেই জিতেন সানিয়ারা। এরপর হেরে বসেন দ্বিতীয় সেটে। তৃতীয় সেটে সানিয়াদের রিটার্ন সামলাতে বেগ পেতে হয় ডাবরস্কিদের। শেষ পর্যন্ত তৃতীয় সেটে জিতেই কোর্ট ছাড়ে সানিয়াদের জুটি।
সেমিফাইনালে সানিয়াদের জুটি খেলবেন সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটির বিপক্ষে।