শোয়েবের বিবাহবহির্ভূত সম্পর্কেই কী ভাঙল সানিয়ার সংসার?
নেট দুনিয়ায় এখন চর্চা একটাই। শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিচ্ছেদ। অনেকের কাছেই প্রিয় জুটি ছিলেন তারা। সংসার করেছেন দীর্ঘ ১৩ বছর। সুখের সংসারে বিচ্ছেদের করুণ রাগ বাজে শোয়েবের বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে। পাকিস্তানি এই ক্রিকেটারে পরকীয়া কেবল সানিয়াই নন, অতিষ্ঠ হয় খোদ তার পরিবারও।
নিজের তৃতীয় বিয়েতে শোয়েব পাশে পাননি পরিবারের কাউকেই। পরিবারের অমতে বিয়ে করেছেন সানা জাভেদকে। অনুষ্ঠানে নিজে হাসিখুশি থাকলেও মন ভার পরিবারের।
পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান ডেইলির মতে, শোয়েবের বোন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সানিয়ার কোনো দোষ নেই। সম্পর্ক টিকিয়ে রাখার অনেক চেষ্টাই করেছেন তিনি। কিন্তু, ভাইয়ের পরকীয়ায় তারা নিজেরাও বিরক্ত হয়ে গেছেন।
শোয়েব মালিকের বিয়ের পর সেবার আগ্রহ জন্মায়, শোয়েব-সানিয়ার ডিভোর্স হয়েছিল কি না! সেই প্রশ্নের উত্তর দিয়েছে সানিয়ার পরিবার। তারা জানায়, ছয় মাস আগেই ডিভোর্স সম্পন্ন হয়েছে।
ভারতীয় টেনিস তারকা সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে আজ রোববার (২১ জানুয়ারি) একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘সানিয়া সব সময়ই তাঁর ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তাঁর বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’