খেলা মাঠে না গড়ালে কারা জিতবে, কী বলছে বৃষ্টি আইন?
বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। ইংল্যান্ডে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গী বৃষ্টি। যার ব্যাতয় ঘটেনি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। বাংলাদেশের ইনিংসে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও আইরিশ ইনিংসের মাঝপথে হানা দেয় বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। এখন বৃষ্টি থামার অপেক্ষায় আছেন সবাই। তবে, বৃষ্টিতে শেষমেশ খেলা না হলে কী হবে ফলাফল, তা নিয়ে ক্রিকেট আমোদিদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।
বৃষ্টির আগ পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান। বৃষ্টি আইনে এগিয়ে থাকতে হলে তাদের তখন স্কোরবোর্ডে থাকা দরকার ছিল ৯১ রান। যার মানে ২৬ রান পিছিয়ে আইরিশরা। অনেকেই ভাবতে পারেন, বাংলাদেশ যেহেতু এগিয়ে আছে তার মানে তো বৃষ্টি না হলে ফলাফল বাংলাদেশের পক্ষেই আসবে।
তবে, আইনের মারপ্যাচ অবশ্য তা বলছে না। ডাকওয়ার্থ লুইস (ডিএলএস) পদ্ধতি অনুযায়ী, কমপক্ষে ২০ ওভার ব্যাটিং করতে হবে আইরিশদের। আর তা যদি না হয়, সেক্ষেত্রে খেলা না হলে তাদের হারার কোনো সুযোগ নেই। যার মানে, খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে। ২০ ওভার হতে এখনো আইরিশদের খেলতে হবে আরও ২১টি বল। আর এই ২১ বলই বাংলাদেশের জন্য হতে পারে বড় আফসোসের। কারণ, খেলা হলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই ছিল বেশি।
এর আগেও গতমাসে যখন বাংলাদেশে খেলতে এসেছিল আয়ারল্যান্ড, তখনও এই বৃষ্টির কারনে তাদের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারেনি বাংলাদেশ। কারণ, বৃষ্টির বাঁধায় ম্যাচ পণ্ড হয়েছিল।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৪৭ রান।