গল টেস্টে পাকিস্তানের ইতিহাস
চতুর্থ ইনিংসে পাহাড় সমান লক্ষ্য। এই চ্যালেঞ্জ টপকানোর পথে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেন আব্দুল্লাহ শফিক। তাতেই গল টেস্টে ইতিহাস গড়ে ফেলল পাকিস্তান।
আজ বুধবার টেস্টের শেষ দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল। শেষ ইনিংসে ৩৪২ রানের বিশাল লক্ষ্য টপকে এই জয়ের দেখা পেয়েছে সফরকারীরা।
গলে এটাই কোনো দলের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এতদিন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুইশ রান তাড়া করার রেকর্ডও ছিল না কোনো সফরকারী দলের। আড়াইশ ছাড়ানো রান তাড়ার কীর্তি ছিল কেবল শ্রীলঙ্কার। এবার প্রায় সাড়ে তিনশ রানের চ্যালেঞ্জ টপকে দেখিয়ে দিল পাকিস্তান। এ ছাড়া নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করা জয় এটি।
গতকাল মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনই জয়ের পথে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। আজ শেষ দিন শফিকের ব্যাটে সারল বাকি কাজ।
পঞ্চম দিন জয়ের জন্য স্রেফ ১২০ রান দরকার ছিল পাকিস্তানের। তাদের হাতে ছিল ৭ উইকেট। কিন্তু গলের কঠিন উইকেটে এই রান তাড়া করা অনেকটা অসাধ্যই ছিল। তবে শফিকের ব্যাটে সেটা করতে পারল পাকিস্তান। দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়লেন পাকিস্তানি ওপেনার।
৫২৪ মিনিট ব্যাট করে ইনিংস শেষে ১৬০ রানে অপরাজিত ছিলেন শফিক। ৪০৮ বলে তাঁর ইনিংস সাজানো ছিল এক ছক্কা ও সাত বাউন্ডারিতে। দলকে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছেন শফিক।
শফিক ছাড়াও শেষ ইনিংসে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন বাবর আজম। ৪০ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৩৫ রান আসে ইমাম উল হকের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২২২
পাকিস্তান ১ম ইনিংস: ২১৮
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩৩৭
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪২) (আগের দিন ২২২/৩) ১২৭.২ ওভারে ৩৪৪/৬ (শফিক ১৬০*,রিজওয়ান ৪০*, সালমান ১২, হাসান ৫, নওয়াজ ১৯*; রাজিথা ৯-২-১৮-০, জয়াসুরিয়া ৫৬.২-১০-১৩৫-৪, মেন্ডিস ৩৩-০-১০২-১, থিকশানা ১৪-২-৪৪-০, ধনাঞ্জয়া ১৫-১-৩৩-১)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আবদুল্লাহ শফিক।