পাকিস্তানের প্রয়োজন ৪১৯ রান, শ্রীলঙ্কার নয় উইকেট
সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের সামনে ৩৪২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সব রেকর্ডকে ভুল প্রমাণ করে গল স্টেডিয়ামে এই রান তাড়া করে জিতে নেয় পাকিস্তান। গড়ে নতুন রেকর্ড।
তাই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের সামনে আরও বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। পাঁচ শতাধিক রানের লক্ষ্য দেয় তারা।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৭৮ রান করে। জবাবে পাকিস্তান ২৩১ রানে অলআউট হয়ে যায়। ১৪৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে শ্রীলঙ্কা চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৩৬০ রানে নিয়ে। তাই পাকিস্তানের সামনে ৫০৮ রানের লক্ষ্য।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সেঞ্চুরি করেন ধনঞ্জয়া ডি সিলভা। অধিনায়ক দিমুথ করুণারত্নে করেন ৬১ রান। ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ৩৫ রান।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে নাসিম শাহ ও মোহাম্মদ নওয়াজ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ইয়াসির শাহ, নউমান আলী ও আগা সালমান।
শেষ ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান দিন শেষে ৮৯ রান করেন এক উইকেট হারিয়ে। শুরুতেই আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়ে বসে তারা। তিনি ১৬ রান করে জয়সূর্যর শিকার হন।
শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৪১৯ রান। শ্রীলঙ্কার দরকার নয় উইকেট।