ঘরোয়া ফুটবলে ফের ফিক্সিংয়ের ঘটনা, দুই ক্লাবকে শাস্তি
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে প্রায় ফিক্সিংয়ের খবর শোনা যায়। এবার ফিক্সিং কেলেঙ্কারিতে নাম লিখিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব উত্তর বারিধারা ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব কাওরান বাজার প্রগতি সংঘ। দুটি ক্লাবকেই শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বারিধারা ও প্রগতি সংঘ ক্লাবের বিরুদ্ধে লাইভ বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন, অনলাইন বেটিংয়ে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। যে কারণে ক্লাব দুটিকে অবনমনের শাস্তি দিয়েছে বাফুফে। সেই সঙ্গে দুটি ক্লাবকেই ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়ছে বাফুফে। ফিক্সিংয়ের শাস্তি হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব উত্তর বারিধারাকে বাফুফে দুই স্তর নামিয়ে দ্বিতীয় বিভাগ লিগে দেওয়া হয়েছে। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব কাওরান বাজার প্রগতি সংঘকে তৃতীয় বিভাগ লিগে নামিয়ে দেয়া হয়েছে।
এ ছাড়া দুদলের মোট ১১ জন ফুটবলারকে ২ বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট কর্মকান্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৫ জন হলেন বারিধারা ক্লাবের আর ৬ জন হলেন প্রগতি সংঘের।
কাওরান বাজার প্রগতি সংঘের টিম ম্যানেজার মিজানুর রহমান, প্রধান প্রশিক্ষক রেজাউল হক জামাল ও ম্যানেজার এসএম সাদিকুর রহমানকেও ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
সেই সঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাব যুব দলের টিম ম্যানেজার ইস্কান্দার মির্জাকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের শৃঙ্খলা কমিটি।