জুলাইয়ের শহীদ ও বন্যার্তদের জয় উৎসর্গ করল বাংলাদেশ
দুদিন আগেই রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া জয় জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের উৎসর্গ করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার একই বার্তা দিলেন যুবা ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয় জুলাইয়ের শহীদ ও বন্যার্তদের উৎসর্গ করেছেন মিরাজুলরা।
ললিতপুরের আনফা কমপ্লেক্সে নেপালকে উড়িয়ে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। স্বাগতিকদের মাটিদে তাদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল। এ ছাড়া পুরো ম্যাচেই দাপুটে ফুটবল উপহার দিয়ে ভক্তদের মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশের যুবারা।
জয়ের পর ফুটবলাররা নিজেদের অর্জন উৎসর্গ করলেন গত জুলাই ও অগাস্টের গণআন্দোলনে শহীদদের উদ্দেশে। সেই সঙ্গে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষের প্রসঙ্গও টেনেছেন দলের নায়ক মিরাজুল ইসলাম।
আজকের ম্যাচটিতে দুই গোল করে ও রাব্বী হোসেন রাহুলের গোলে অবদান রাখেন মিরাজুল। চার গোল নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। জয়ের পর এই ফরোয়ার্ড বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহ সাহায্য করেছেন, নাহলে পারতাম না। নেপাল ভালো খেলেছে, নেপাল দলেও অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু ভাগ্য ওদের পক্ষে ছিল না। আমাদের পক্ষে ছিল। সত্য কথা বলতে, এখানে আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল ফাইনালে খেলা। আমাদের দেশে এখন খারাপ অবস্থা, অনেক কিছু হয়েছে, বন্যা চলছে, এই পুরো খেলাটা আমরা বাংলাদেশের মানুষের জন্য খেলেছি। নিজের জন্য আমরা খেলিনি। দেশের মানুষের জন্য খেলেছি। ফুটবল যেন এগিয়ে যায় এজন্য খেলেছি।’
এরপর মিরাজুল বলেছেন, ‘আমাদের দেশের অবস্থা এখন ভালো নয়। বন্যার্ত যারা আছেন এবং গত জুলাই মাসে যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি এবং তাদের জন্য এই ট্রফিটা উৎসর্গ করলাম।’