ছয় মাস জেলে থাকতে হতে পারে রোনালদিনহোকে!
শেষ পর্যন্ত ব্রাজিলীয় তারকা রোনালদিনহোকে জেলে পাঠিয়েছে প্যারাগুয়ে সরকার। অবস্থা এখন এতটাই জটিল যে, ছয় মাস জেলে থাকতে হতে পারে এই তারকা ফুটবলারকে। আপাতত তাঁকে বিচারকের নির্দেশে সতর্কতামূলক আটক করে রাখা হয়েছে। অবশ্য কোনো শাস্তির আবেদন গ্রহণ করেনি আদালত।
ফুটবল ক্যারিয়ারে রোনালদিনহোর বিরুদ্ধে কোনো অভিযোগের আঙুল ওঠেনি। অথচ তিনিই কিনা ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে যাওয়ার কারণে জেল খাটতে হচ্ছে।
আপতত রোনালদিনহোর জামিন পাওয়া খুব একটা সহজ হবে না। আর যদি জামিন পানও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্যারাগুয়ে ছাড়তে পারবেন না।
প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্লিদেস আসেভেদো বলেছেন, ‘রোনালদিনহোর জনপ্রিয়তা আমরা জানি। তবে আইন সবার জন্যই সমান। যে–ই হোন না কেন।’
এই কদিন আগে জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে আটক হন রোনালদিনহো। প্যারাগুয়ের অ্যাসুনশিও শহরের এক হোটেল থেকে রোনালদিনহো ও তাঁর ভাইকে আটক করে দেশটির পুলিশ।
রোনালদিনহো প্যারাগুয়েতে গিয়েছিলেন নিজের একটি বইয়ের প্রচারে। পাশাপাশি, দরিদ্র শিশুদের নিয়ে কিছু চ্যারিটি ইভেন্টেও অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
গত বছর জুলাইতে আয়কর বকেয়া রাখার অভিযোগে তাঁর ব্রাজিলীয় এবং স্প্যানিশ পাসপোর্ট বাজেয়াপ্ত হয়। তাই জাল পাসপোর্ট বানিয়ে প্যারাগুয়েতে ঢোকেন বলে অভিযোগ ওঠে সাবেক এই সুপারস্টারের বিরুদ্ধে।