জাপানের সঙ্গেও পারল না বাংলাদেশ
ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে এখনও জয়ের মুখ দেখেনি স্বাগতিক বাংলাদেশ। আগের দুই ম্যাচে হেরেছে ভারত ও দক্ষিণ কোরিয়ার কাছে। এবার তৃতীয় ম্যাচে পাত্তা পায়নি জাপানের কাছে। এ নিয়ে প্রতিযোগিতায় টানা তৃতীয় হারের মুখ দেখল গোবিনাথান ইমানের দল।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে জাপানের কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে কিছুটা লড়াই করতে পারলে দ্বিতীয় কোয়ার্টারে পাত্তাই পায়নি লাল-সবুজের দল।
এদিন ২১ মিনিটেই গোল পেয়ে যায় এশিয়ান হকির র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা জাপান। কেন নাগাইয়োশির পাসে কেনতা তানাকার হিটে স্কোরলাইন ১-০ হয়।
এর কয়েক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাইকি ফুজিমা। এরপর তৃতীয় কোয়ার্টারে কাতো রাইওসেইয়ের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাপান। চতুর্থ কোয়ার্টারে সেরেন তানকার ফিল্ড গোলে ব্যবধান ৫-০ করে নেয় জাপান।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে হারে বাংলাদেশ। এরপর দক্ষিণ কোরিয়ার কাছে হারে ৩-২ গোলে। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আজ রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।