রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত
যেকোনো মঞ্চেই ভারত বনাম পাকিস্তানের লড়াই মানে ভক্তদের জন্য বিশেষ দ্বৈরথ। উপমহাদেশের সবচেয়ে বড় লড়াইও বলা চলে। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির সুবাদে আরেকবার দুদলের লড়াই দেখল ক্রীড়াপ্রেমীরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য লড়াই জমিয়েও পারল না পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের লড়াই থামিয়ে জিতল ভারত।
আজ শুক্রবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। দলের হয়ে জোড়া গোল করেছেন হারমানপ্রীত সিং। এক গোল করেছেন আকাশদীপ। আর পাকস্তানের হয়ে একমাত্র গোল করেছেন মানজুর জুনায়েদ।
আসরে নিজদের প্রথম ম্যাচে ড্র করেছে ভারত। এরপর টানা দুই ম্যাচে জয় তুলে ফাইনালের পথে এগিয়ে গেল মানপ্রীতের দল।
মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই লিড নিয়ে ফেলে ভারত। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। সুযোগ কাজে লাগিয়ে হার্দিক সিংয়ের পুশ থেকে স্টিক করে বল ঠিকানায় পাঠান হারমানপ্রীত সিং। ১-০ ব্যবধানে লিড নিয়েই প্রথম কোয়ার্টার শেষ করে মানপ্রীত সিংয়ের দল।
দ্বিতীয় কোয়ার্টারেও চাপ ধরে রেখে খেলেছে ভারত। বেশ কয়েকবার সুযোগও সৃষ্টি করেছে। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দল।
দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে বড় সুযোগ আসে ভারতের। কিন্তু ভারতের পাল রাজকুমারের নেওয়া হিট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার আমজাদ আলী। পরের মিনিটে ভারতের বক্সে গিয়েও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাকিস্তান। ফলে দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য।
তৃতীয় কোয়ার্টারের ১২তম মিনিটে সুমিতের রিভার্স হিট থেকে স্কোরলাইন ২-০ করেন আকাশদীপ সিং। দুই গোল খাওয়ার চাপের মধ্যেই গোল পেয়ে যায় পাকিস্তান। এই কোয়ার্টারের শেষ মিনিটে ব্যবধান কমায় তারা। আব্দুল রানার পুশ থেকে হিট করে গোল আদায় করে নেন মানজুর জুনায়েদ।
পাকিস্তান ব্যবধান কমালে জমে যায় শেষ কোয়ার্টার। শেষ কোয়ার্টারে দুদলই আক্রমণ করে। দুদলই এই কোয়ার্টারে দুটি করে পেনাল্টি কর্নার পায়। কিন্তু পাকিস্তান তাদের কর্নার কাজে না লাগাতে পারলেও ভারত ঠিকই পেরেছে। কর্নার থেকে ভারতকে আরো এগিয়ে নেন হারমানপ্রীত। করেন নিজের দ্বিতীয় গোল। পরক্ষণে আরেকটি কর্নার পায় পাকিস্তান। কিন্তু এবারও ভারতের জাল অক্ষত রাখেন গোলরক্ষক বাহাদুর। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারল না পাকিস্তান। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।