জিতেও দুঃসংবাদ পেল ভারত
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দুঃসংবাদ শুনতে হলো ভারতকে। স্লো-ওভার রেটের কারণে জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা গেছে ভারতের। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও এক পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ভারতের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করে ভারত। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুসারে প্রতি ওভার ঘাটতির জন্য এক পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে ভুল স্বীকার করে নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এ নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের মোট তিন পয়েন্ট কাটা গেছে। গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে ভারতের দুই পয়েন্ট কাটা হয়েছিল।
আইসিসি ডটকমের খবরে জানা গেছে, সাত ম্যাচ শেষে ভারতের পয়েন্ট এখন ৫৩। তিন সিরিজে চারটি জয়, একটি হার ও দুটি ড্র করে বিরাট কোহলির দল।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানের বড় ব্যবধানে হারায় ভারত। এশিয়ান প্রথম দল হিসেবে সেঞ্চুরিয়ানে জয় পেল ভারত।