জীবনের বড় শিক্ষা পেলেন জকোভিচ
ফেভারিটের তকমা নিয়ে ইউএস ওপেনের ২০২০ মৌসুম শুরু করেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু ফেভারিট জকোভিচের টুর্নামেন্ট শেষ হলো চরম লজ্জা দিয়ে। লাইন জাজকে আঘাত করে পুরো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার হন তিনি। হতাশা ভুলে এবার ইতালীয় ওপেন রাঙানোর অপেক্ষায় জকোভিচ। তবে ইতালিয়ান ওপেনে যাত্রা শুরুর আগে তিনি জানালেন, ইউএস ওপেনের ঘটনায় জীবনের বড় শিক্ষা পেয়েছেন এই সার্বিয়ান টেনিস তারকা।
ঘটনাটি ঘটে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে। সেই ম্যাচে স্পেনের পাবলো কারেনো বুস্তার বিপক্ষে প্রথম সেটে হেরে যান জকোভিচ। ৬-৫ গেমে হারার পর হতাশায় একটি বল পেছনের দিকে হিট করে বসেন তিনি। সেটা গিয়ে পড়ে লাইন জাজের গলায়।
ওই ঘটনার পর ১৭ গ্র্যান্ড স্লামজয়ী তারকাকে নিষিদ্ধ করেছে ইউএস ওপেন কর্তৃপক্ষ। অবশ্য পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা পেয়েছেন জকোভিচ। গতকাল সোমবার তিনি জানান নতুনভাবে ঘুরে দাঁড়ানোর কথা।
বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলেন, ‘শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমি মানসিক শক্তি ও আবেগ নিয়ন্ত্রণেরও চেষ্টা করছি। কোর্টে ও কোর্টের বাইরে যাতে নিজের সেরাটা দেওয়া যায়, সেই চিন্তা রয়েছে। এ ঘটনা আমার কাছে বড় শিক্ষা। এ নিয়ে দলের সঙ্গেও কথা হয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের এগিয়ে যেতে হবে।’
জকোভিচের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাফায়েল নাদালও। তিনি বলেছেন, ‘এ রকম ঘটনার ফল যা হওয়ার তাই হয়েছে। নোভাকের ভাগ্য খারাপ। নিয়ম অনুযায়ী নোভাককে নিষিদ্ধ করা ছাড়া উপায় ছিল না।’
স্প্যানিশ মহাতারকা আরো বলেছেন, ‘নোভাকের জন্য খারাপ লাগছে। ওর সামনে ট্রফি জেতার ওই রকম সুযোগ ছিল। তবে এ রকম পরিস্থিতিতে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয়। না হলে দুর্ভাগ্যের শিকার হওয়ার আশঙ্কা থেকে যায়।’