ফেদেরারের কীর্তি ছুঁয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন সিনার
ইয়ানিক সিনার—প্রথম ইতালীয় খেলোয়াড় হিসেবে গত বছর জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ক্যালেন্ডারের পাতা থেকে আরেকটি বছর বিদায় নিলেও নিজের চেনা ছন্দেই আছেন এই তরুণ তারকা। কোয়ার্টার, সেমিতে সরাসরি সেটে জয় পাওয়া সিনার ফাইনালেও ধরে রাখলেন আধিপত্য। আলেক্সান্ডার জেরেভকে উড়িয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম নিজের করে নিলেন। এটি তার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা এবং তার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম।
আজ রোববার (২৬ জানুয়ারি) রড লেভার এরিনায় প্রথম সেটেই ৬-৩ ফলে জিতে যান সিনার। পরের সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়ান জেরেভ। লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় জেরেভকে। তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন জেরেভ। ৬-৩ ফলে সহজেই সেট জিতে যান সিনার। তাতেই নিশ্চিত হয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।
টানা দুবার অস্ট্রেলীয় ওপেন জিতে রজার ফেডেরার, নোভাক জকোভিচদের মতো কিংবদন্তিদের নজিরও ছুঁয়ে ফেললেন বিশ্বের এক নম্বর তারকা সিনার। ফেডেরার টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন দুবার। ২০০৬ এবং ২০০৭ সালে প্রথমবার এই কীর্তি গড়েন সুইস মহাতারকা। এরপর ২০১৭ এবং ২০১৮ সালে আবারও পরপর দুবছর অজি ওপেন জেতেন ফেডেরার। সেই কীর্তি ছুঁলেন সিনার।
গত বছর মেগা ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের করে নিয়েছিলেন সিনার। সেবার দুটি সেট পিছিয়ে থেকেও তিনি ট্রফি জিতে সবার নজর কেড়েছিলেন।