টুথপেস্ট কিনতে গিয়ে বিপাকে বুন্দেসলিগা কোচ
গত মার্চ থেকে বন্ধ খেলাধুলা। দীর্ঘ অপেক্ষার পর ধীরে ধীরে মাঠে ফিরছে ফুটবল। সবার আগে মাঠে ফিরছে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা। আগামীকাল শনিবার থেকে মাঠে গড়াবে আসরটি।
প্রথম দিনে অগসবার্গের মুখোমুখি হবে ভলসবার্গ। কিন্তু ঘরের মাঠে ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল স্বাগতিক অগসবার্গ। ফেরার ম্যাচে ডাগআউটে প্রধান কোচ হেইকো হারলিচকে পাচ্ছে না তারা। কারণ কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙায় ম্যাচটির দায়িত্বে থাকতে পারবেন না কোচ হেইকো।
ম্যাচের আগে সবাইকে টিম হোটেলে রাখা হয়েছে। কিন্তু হোটেল থেকে নেমে পাশের দোকানে টুথপেস্ট কিনতে গিয়েছিলেন অগসবার্গ কোচ হেইকো। তাতেই বিপাকে পড়েছেন তিনি। কারণ কোয়ারেন্টিন ছেড়ে বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল লিগটি। সেই নিয়ম ভাঙায় প্রথম ম্যাচ থেকেই ছিটকে গেলেন প্রধান কোচ।
অবশ্য গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজের দোষ স্বীকার করেছেন অগসবার্গ কোচ। এক বিবৃতিতে হেইকো বলেন, ‘হোটেল ছেড়ে বাইরে গিয়ে আমি ভুল করেছি।’
আপাতত চলতি মৌসুমের বাকিম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হবে। বুন্দেসলিগার মাধ্যমে এই প্রথম ইউরোপের শীর্ষ কোনো লিগ মাঠে ফিরতে যাচ্ছে।
লিগটি ফেরাতে গত মাসেই ছোট ছোট গ্রুপ হয়ে অনুশীলন শুরু করেন বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা। এরপর দুই বিভাগের মোট ৩৬টি ক্লাবের এক হাজার ৭২৪ জন ফুটবলার ও কোচিং স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরপর দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেই খেলোয়াড়রা খেলায় অংশ নিতে পারবেন বলে জানায় ডিএফএল।
লিগটির আরো নয় রাউন্ড বাকি। এখন পর্যন্ত ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।