ডাক্তার যত দ্রুতসম্ভব ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছে : পাপন
বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হাসান পাপনের উপস্থিতি সবসময় সরব। বোর্ড সভাপতি হিসেবে শুধু দায়িত্ব সামলান না, পাশাপাশি ক্রিকেটের অনেক ক্ষেত্রেই তাঁর উপস্থিতি দেখা যায়। এতে করে ক্রিকেটে অনেক সময় ব্যয় করতে হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে কিছুটা চাপও সামাল দিতে হয় বিসিবিপ্রধানকে।
ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে কিশোরগঞ্জ-৬ আসনের এই সংসদ সদস্যের জন্য। শারীরিক ও মানসিক ধকল কমাতে তাঁর চিকিৎসক পরামর্শ দিয়েছে, যত দ্রুত সম্ভব তাঁকে ক্রিকেট থেকে দূরে সরে যেতে। আজ বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সাংবাদিকদের এমনটাই বললেন নাজমুল হাসান পাপন।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুরে নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে ১২০ জন কাউন্সিলরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এজিএম।
এজিএম শেষে নির্বাচনের প্রসঙ্গ এলে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আসলে এবার বোর্ড মিটিংয়ে ১ তারিখ বা ২ তারিখ যখনই হয়, সেদিন আপনারা নির্বাচন নিয়ে ধারণা পাবেন। এটাতে কোনো সন্দেহ নেই। এবারের নির্বাচনটা একটু আলাদা হবে। অনেক লড়াই হতে পারে। অন্যান্যবারের মতো নাও হতে পারে। আশা করি এটা এক্সেপ্টেড হবে, যেমনটা আমি প্রপোজ করেছি।’
এরপর নিজের স্বাস্থ্যগতদিক নিয়ে বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পাপন বলেন, ‘ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে। আমাদের বোর্ড থেকে জালাল ভাই এবার নিউজিল্যান্ড সফরে গেল, ববি ভাই গেল জিম্বাবুয়ে সফরে। উনারা জানেন, আমার অবস্থা। উনারা তো অবাক হয়ে গেছেন। ভোর থেকে তো খেলা দেখেছিই, উনাদের সেখানে ৭টা বাজলে ফোন দিয়েছি। ব্রেকফাস্টের আগে সবার সাথে কথা বলা, তারপর টিম নিয়ে কথা বলা। আসলে ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে। এর মধ্যে আমার একটা খারাপ দিক হচ্ছে, বাংলাদেশ হারলে, হারটা আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। বাংলাদেশ হারলে আমার বউ-বাচ্চা সামনে আসে না। ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।’