ডিসেম্বরে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এএফসির ওয়েবসাইটের খবরে জানা গেছে, ম্যাচটি ডিসেম্বরে আয়োজনের জন্য এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে আবেদন করে কাতার। আর বাংলাদেশ তাতে সম্মতি দেয়।
বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের ম্যাচগুলো এ বছর মার্চ-এপ্রিলে হওয়ার কথা ছিল। করোনার কারণে অক্টোবর-নভেম্বরে পিছিয়ে দেওয়া হয়। পরে আবার পিছিয়ে দেওয়া হলেও তিনটি ম্যাচের তারিখ এখনো ঠিক হয়নি।
স্থগিত হওয়া ম্যাচগুলো ৮ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে আফগানিস্তান, ভারত ও ওমানের সঙ্গে খেলার কথা ছিল। আর এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে খেলার কথা ছিল ১৩ অক্টোবর। এখন শুধু কাতারের বিপক্ষে ম্যাচের তারিখ ঠিক হয়েছে।
বাংলাদেশের সম্মতি ও এএফসির অনুমোদনের ভিত্তিতে কাতারের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। কাতারের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল জামাল ভুঁইয়ারা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের অক্টোবরে।
বাফুফে সূত্রে জানা গেছে, কাতারের বিপক্ষে ম্যাচটি খেলতে ১৯ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে তিন দিন কোয়ারেন্টিনে থাকবেন ফুটবলাররা। দুটি অনুশীলন ম্যাচও খেলার কথা রয়েছে।