তরুণদের দিকে আঙুল তুলতে চাইছেন না তামিম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/29/167a8617.jpg)
হার দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ নিজেদের করে রাখল ২-১ ব্যবধানে। তবে দলে থাকা একাধিক তরুণ ক্রিকেটারদের মধ্যে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। তাই সিরিজ জিতলেও পুরো তিন ম্যাচেই প্রশ্ন উঠেছে তরুণদের পারফরম্যান্স নিয়ে।
অবশ্য এ নিয়ে মাথা ঘামাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তরুণদের পারফরম্যান্স নিয়ে আঙুল তুলতে নারাজ তিনি। বরং তরুণদের ওপরই আস্থা রেখে যেতে চান বাংলাদেশ অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজে ব্যাটিং বিভাগ আগলে রেখেছেন মুশফিকুর রহিম। সঙ্গে ছিলেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে কিছুটা ভালো করেছেন তামিমও। কিন্তু পরের দুটিতে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। কিন্তু, তরুণদের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক।
তাই সেই সিনিয়রদের ওপর ভর করেই পুরো সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে তরুণদের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, ‘তা বটে (দুর্ভাবনার)… এখন পর্যন্ত তারাই (সিনিয়ররা) বড় অবদানগুলো রাখছে। তবে সবসময়ই বলে আসছি, আমি এমন একজন যে তরুণদের ওপর বিশ্বাস রেখে যাব। আমি এমন নই যে, তাদের দিকে আঙুল তুলব। জানি, কতটা কষ্ট তারা করে। তারা পারফর্ম করা শুরু করলেই আমরা আরও অনেক ভালো দল হয়ে উঠব। কেউ ভালো না করলে সমালোচনা করা খুব সহজ। আমি এমন নই যে নিজের ক্রিকেটারদের সমালোচনা করব।’
গতকাল শুক্রবার বাংলাদেশকে ৯৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সর্বোচ্চ ১২০ রান করেছেন কুশল পেরেরা। জবাবে ৪২.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন মাহমুদউল্লাহ।
এই ম্যাচে হারলেও সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতায় স্বপ্ন দেখেছিল প্রথমবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার। কিন্তু তা পারল না বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় দিয়ে সিরিজ শেষ করল সফরকারীরা।