কবে মাঠে ফিরবেন, জানালেন তামিম

সুস্থ হয়েছেন আরও আগে। উন্নত চিকিৎসার জন্য ঘুরে এসেছেন সিঙ্গাপুর। অসুস্থতা থেকে উঠে মিরপুরেও তামিম ইকবাল এসেছেন দুবার। তবে, তাকে মাঠে দেখতে চান ভক্তরা। কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন, সেটি অজানা ছিল এতদিন।
চিকিৎসার জানিয়েছিলেন, মাঠে ফিরতে তামিমের প্রায় তিন মাস সময় লাগবে। এবার কথা বললেন তামিম নিজেও। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানে তিনি জানালেন ফেরার সময়। তামিম বলেন, ‘আমি এখন সুস্থ আছি। মাঠে ফিরব তিন মাস পর।’
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়কত্ব ছিল তামিমের কাঁধে। গত ২৪ মার্চ বিকেএসপিতে ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন দেশসেরা ওপেনার।
আজ তামিম মিরপুরে যান মূলত ডিপিএলে সম্প্রতি হওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে। তার ডাকে সাড়া দিয়ে আসেন জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা। উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদসহ আরও দুজন পরিচালক।
আজকের আগে প্রিমিয়ার লিগে গত ১২ এপ্রিল মোহামেডান ও আবাহনীর ম্যাচ দেখতে মিরপুরে গিয়েছিলেন তামিম। তার দল মোহামেডান ৯ বছর পর হারিয়েছে আবাহনীকে, খেলতে না পারলেও তামিমের জন্য সেটি আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল।