তামিমদের জয় অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশের মেয়েদের
সেঞ্চুরিয়ানে কাল ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ৯ উইকেটের বিশাল জয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়েছেন সাকিব-তামিমরা। দক্ষিণ আফ্রিকার কঠিন দুর্গ ভেঙে তামিমদের এনে দেওয়া জয় অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশ নারী দলকেও। তাইতো সেঞ্চুরিয়নের স্মৃতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েলিংটনে ফেরাতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
নারী ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল শনিবার মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
শক্তি-সামর্থ্য বিবেচনায় বাংলাদেশ থেকে বহুগুণ এগিয়ে অস্ট্রেলিয়ার নারী দল। বিশ্বকাপেও রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন তাঁরা। আর সেখানে বাংলাদেশ প্রথমবার এই মঞ্চে খেলতে গিয়েছে। স্বাভাবিকভাবেই ফেভারিট থেকে বাংলাদেশের বিপক্ষে লড়বে অসি নারীরা। তবুও তামিমদের জয়ে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে বাংলাদেশ দল।
আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমার মতে, সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেটে কখন কী হয়ে যাচ্ছে, আপনি বলতে পারবেন না। ক্রিকেট খেলাটা হলো মোমেন্টামের খেলা। যে দল যেদিন মোমেন্টাম পায়, তা ধরে রাখতে পারে এবং শেষ পর্যন্ত বয়ে নিতে পারে এবং ভুল কম করে (তারাই জিতে যায়)। ক্রিকেটে এখন আর নামের দিক থেকে হয় না। পারফরম্যান্স দিয়েই হয়।’
এরপর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ দল যে পারফর্ম করেছে (দক্ষিণ আফ্রিকায়), আমি তাদের অভিনন্দন জানাই। দলের পক্ষ থেকে অনেক শুভ কামনা সবসময় থাকে। আমাদের দলে এমন অনেকেই আছে, আমরা নিয়মিত বাংলাদেশ দলের খেলা দেখি। কারণ আমরা ক্রিকেট অনেক ভালোবাসি। ভালো ফল হয়েছে, ওখান থেকে একটা পজিটিভ ভাইভ তো আমাদের ভেতর আসবেই। ওই পজিটিভ ভাইভ আমরা বয়ে নিতে চাই সামনে।’
নিজের দল নিয়ে নিগার সুলতানা বলেন, ‘আমাদের বোলিং ইউনিট অনেক ভালো করছে। সবচেয়ে বেশি প্রয়োজন ব্যাটিং ইউনিট ক্লিক করা। এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বোলাররা আগের ম্যাচগুলোয় সব প্রতিপক্ষকেই মোটামুটি রানে আটকে রেখেছে। কিন্তু ব্যাটিংয়ে আমরা সাপোর্ট করতে পারিনি। আমরা দলের ভেতর এটা নিয়ে কথা বলেছি যে, কে কীভাবে খেললে ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়াতে পারে। সবারই চাওয়া, ব্যাটিং ইউনিট যেন উঠে দাঁড়াতে পারে। অস্ট্রেলিয়া অবশ্যই শক্তিশালী দল, টুর্নামেন্টে অনেক ভালো অবস্থানে আছে। তবে আমাদের দুটি ইউনিট যদি ভালো করতে পারি, তাহলে লড়াই করতে পারব তাদের বিপক্ষে।’