তীরে এসে তরি ডুবল বাংলাদেশের মেয়েদের
প্রথম দুই ম্যাচে হারলেও গত ম্যাচে দারুণ সাফল্য পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে প্রথম জয়ের আনন্দে ভাসে তারা। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ জয়টি পায় লাল-সবুজের দলের মেয়েরা।
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ নারী দল। নিগার সুলতানারা মাত্র ৪ রানে হেরে গেছে।
আজ শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ১৪০ রান গড়ে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৩৬ রানে।
আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন বাংলাদেশ দারুণ সুযোগ হাতছাড়া করে। লক্ষ্যের কাছাকাছি গিয়েও পারেনি।
অবশ্য টস জিতে বাংলাদেশ অধিনায়ক আগে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য শুরুটা ভালো করেছিল ক্যারিবীয়রা। বিনা উইকেটে তাদের স্কোর ছিল ২৯ রান। তারপর দুই উইকেটে স্কোর দাঁড়ায় ৪০। পরে ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। তিন বলে শূন্য রানে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। ১৫.১ ওভারে ৪৮ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ক্যারিবীয়রা। ৭০ রানে পড়ে যায় সাত উইকেট।
সেখান থেকে শেমাইন ক্যাম্পবেল অপরাজিত ৫৩ রান করে কিছুটা লড়াইয়ের মতো পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ফ্লেচার করেন ১৭ রান। দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও সালমা খাতুন।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই আউট হয়ে যান শামিনা সুলতানা। ইনিংস সামলাতে থাকেন শারমিন আখতার ও ফারজানা হক। যদিও দলগত ৩০ রানের মাথায় আউট হয়ে যান শারমিন। তারপরও ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ২১.২ ওভারে দুই উইকেটে ৬০ রান কারর পর বিপর্যয়ের মুখে পড়ে তারা। শূন্য রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ২৩.২ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৬০ রান।
সেখান থেকে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। ৩২.২ ওভারে দুর্দান্ত রিভিউয়ের জন্য ফিরে যান তিনি। এক বল পরেই আউট হয়ে যান ফাহিমা খাতুন। এক সময় জয়ের জন্য বাংলাদেশের ৪১ বলে ৩১ রানের প্রয়োজন ছিল। জয়ের জন্য জাহানারা আলমের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দলের ১২২ রানের মাথায় আউট হয়ে যান অভিজ্ঞ জাহানারা। যিনি এশিয়া কাপে ব্যাট হাতে বাংলাদেশকে জিতিয়ে ছিলেন।
হাতে এক উইকেট নিয়েও হাল ছাড়েননি নাহিদা। ফারিহা তৃষ্ণাকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। তবে ৪৯ তম ওভারে মাত্র ২ রান ওঠে। শেষ বলে এক রান নেন নাহিদা। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল আট রান। প্রথম বলে ২ রান নেন নাহিদা। সেই বলেই থ্রো ভালো হলে আউট হয়ে যেতে পারতেন ফারিহা। পরের বলে আবার এক রান নেন নাহিদা। পরের বলেই বোল্ড হয়ে যান ফারিহা। ফলে ৪৯.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে গিয়ে ঐতিহাসিক জয়ের সুযোগ হারিয়ে ফেলে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ১৪০/৯ (৫০ ওভার) (ক্যাম্পবেল ৫৩*, ম্যাথিউস ১৮; সালমা ২/২৩, নাহিদা ২/২৩)।
বাংলাদেশ : ১৩৬/১০ (৪৯.৩ ওভার) (সালমা ২৩, নাহিদা ২৫*, জ্যোতি ২৫, ফারজানা ২৩, শারমিন ১৯; ম্যাথিউস ৪/১৫, ফ্লেচার ৩/২৯, টেইলর ৩/২৯)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জয়ী।