দর্শক সংখ্যায় রেকর্ড গড়ল এবারের বিশ্বকাপ ফাইনাল
কাতার বিশ্বকাপকে একবিংশ শতাব্দীর সেরা আসর বললে বাড়িয়ে বলা হবে না এতটুকুও। ফাইনাল যেন তাতে পূর্ণতা দিল। আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনালকে বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল বললেও কম বলা হবে। কী ছিল না সেই এক ম্যাচে!
রোমাঞ্চ, উৎকন্ঠা, বিতর্কের মিশেলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকবে এটি। কাতার বিশ্বকাপ বেশিরভাগ ক্ষেত্রেই ভেঙেছে আগের নানান রেকর্ড। এবার উন্মোচিত হলো আরেকটি রেকর্ড। অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি দর্শক উপভোগ করেছে লুসাইল স্টেডিয়ামের ফাইনালটি।
তথ্য ও বিশ্লেষণ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান নিয়েলসন বরাতে জানা যায়, কেবল যুক্তরাষ্ট্রেই ফাইনাল দেখেছেন প্রায় ২ কোটি ৫৮ লাখ দর্শক। যা ১৯৯৪ বিশ্বকাপের পর সর্বোচ্চ। এছাড়া ফাইনালের বোকাবাক্সের পর্দায় ফ্রান্সের দর্শক সংখ্যা ছিল ২ কোটি ৯৪ লাখ, ইংল্যান্ডে ২ কোটি।
আনুষ্ঠানিকভাবে ফিফা এখনও জানায়নি এবারের বিশ্বকাপ কত মানুষ উপভোগ করেছে। ধারণা করা হচ্ছে, তা ছাড়িয়ে যাবে গতবার সাড়ে তিন বিলিয়ন দর্শকের রেকর্ডকেও।