দ্বিতীয় ম্যাচের ভারতীয় দলে কোনো পরিবর্তন আসবে?
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর স্বাগতিকরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল রোববার লড়াইয়ে নামছে দুই দল।
ইনসাইড স্পোর্টসের খবরে জানা গেছে, দ্বিতীয় ম্যাচও হতে পারে একই পিচে। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রথম একাদশে পরিবর্তন আনতে পারে বিরাট কোহলির দল।
পিচে বাউন্স থাকায় গত ম্যাচে প্রথম একাদশে পাঁচ জন বোলারকে খেলিয়েছিল ইংল্যান্ড। ইয়ান মর্গানদের সেই পরিকল্পনা কাজে লাগে। তাই আগামী ম্যাচে ভারতীয় দলেও এক অতিরিক্ত পেসারকে খেলানো হতে পারে। অক্ষর প্যাটেলের পরিবর্তে সুযোগ পেতে পারেন পেসার নভদীপ সাইনি। বাকি দল অপরিবর্তিত থাকতে পারে।
মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সাফল্য পায়নি ভারতীয় দল। তবে ছেড়ে কথা বলবে না ইংল্যান্ডও। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ : কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, দাউদ মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ান মর্গান (অধিনায়ক), স্যাম কারান, মার্ক উড, ক্রিস জর্ডন, জফরা আর্চার, আদিল রশিদ।