নতুনদের ম্যাচ জেতাতে বললেন মাহমুদউল্লাহ
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ধীরে ধীরে নতুনদের আধিক্য বাড়ছে। অনেক বছর পর, আজ একসঙ্গে টি-টোয়েন্টি একাদশে ছিলেন না তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। যেটা সুযোগ করে দিয়েছে তরুণ ক্রিকেটারদের।
তরুণদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানালেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। শুধু তাই নয়, মানিয়ে নিয়ে তরুণদের ম্যাচও জেতাতে বললেন অধিনায়ক।
নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। চোটের কারণে ছিটকে গেছেনন মুশফিকও। দীর্ঘদিন পর একই সঙ্গে একাদশে তিন অভিজ্ঞ ক্রিকেটারকে পায়নি বাংলাদেশ। এর আগে ২০০৬ সালে তিনজনকে ছাড়া খেলতে নেমেছিল বাংলাদেশ। এরপর ঘুরে ফিরে তিনজনের কেউ না কেউ ছিলেন একাদশে।
অভিজ্ঞদের না থাকায় ধীরে ধীরে সুযোগ হচ্ছে তরুণদের। আজ কিউইদের বিপক্ষে বোলার শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের অভিষেক হয়। মূল ম্যাচে যতটুকু করেছেন সেটা তরুণেরাই করেছেন। ম্যাচ হারলেও তরুণদের মানিয়ে নিয়ে ঘুরে দাঁড়াতে বললেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আফিফ, নাঈম এবং দুই অভিষিক্ত ক্রিকেটারদের জন্য এটা ভালো সুযোগ ছিল বিশ্বকে তাদের সামর্থ্য দেখানোর। আমরা যেহেতু অভিজ্ঞদের পাচ্ছি না, আমাদের এভাবেই মানিয়ে চলতে হবে। ওদের ম্যাচ জেতাতে হবে। কারণ ওরা প্রতিভাবান, বাংলাদেশকে ম্যাচ জেতানোর সামর্থ্যও ওদের আছে।’
ম্যাচটিতে নিউজিল্যান্ডের কাছে ৬৬ রানে হেরেছে বাংলাদেশ। হারের জন্য মূলত ব্যাটিং বিভাগকেই দুষছেন অধিনায়ক, ‘বোলারেরা ভালো বল করেছে, অভিষেকে নাসুম আহমেদ দারুণ বল করেছে। কিন্তু, আবারও আমাদের ব্যাটিং ডুবিয়েছে, দ্রুত বেশ কিছু উইকেট হারিয়েছি। দ্বিতীয় ম্যাচ এখান থেকে ফিরতে হবে।’