লিটন-নাঈমকে নিয়ে অধিনায়কের স্বস্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/03/image-4.jpg)
লম্বা সময় ধরে ওপেনিংয়ে সাফল্য পাচ্ছিল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও মাত্র এক ম্যাচে ওপেনিং জুটিতে ৪২ রান এসেছিল। বাকি চার ম্যাচেই ফ্লপ ছিলেন ওপেনাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থতা অব্যহত ছিল। অবশেষে এই ব্যর্থতার খোলস থেকে বের হতে পেরেছেন বাংলাদেশের ওপেনাররা। ম্যাচ শেষে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাসকে নিয়ে স্বস্তির কথা শোনালেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটি চমৎকার খেলেছেন। লিটন-নাঈমের জুটিতে এসেছে ৫৯ রান। যা বাংলাদেশকে বড় লক্ষ্য পেতে সাহায্য করেছে। ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে ৪ রানে।
ওপেনিং জুটির সাফল্য নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘নতুন বলে ব্যাটিং করাটা কিছুটা কঠিন। আমরা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছি তখন দেখেছি ওদের ওপেনিং জুটিগুলো খুব একটা সফল হয়নি। আমাদের মনে হয়, একটি ম্যাচে ভালো হয়েছে, কিন্তু বাকি ম্যাচগুলোতে খুব একটা ভালো হয়নি। কিন্তু আজ লিটন ও নাঈম যে ইনিংসটা খেলেছে, তা খুবই ভালো হয়েছে। যেভাবে তারা ঘাটতিগুলো খুঁজে বের করেছে, রান করেছে, আমার মনে হয় সেটা খুবই ভালো দিক।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘নাঈম ও লিটন বেশ ভালো ব্যাটিং করেছে, আমাদের যেমন শুরু দরকার ছিল পাওয়ার প্লেতে ঠিক তেমনভাবেই শুরু হয়েছে। আমাদের শুরুতে বেশ ভালো একটি পার্টনারশিপ হয়েছে। সেই সঙ্গে মিডেল অর্ডারে আমাদের বেশ কয়েকটি ভালো পার্টনারশিপ হয়েছে। সব মিলিয়ে আমরা ১৪০ করতে পেরেছি, এই উইকেটে আমি মনে করি এটি ছিল খুব ভালো সংগ্রহ।’
আগের ম্যাচগুলোতে রান আসেনি তেমন। এই ম্যাচেও টি-টোয়েন্টির মূল রোমাঞ্চটা পেয়েছে ভক্তরা। অধিনায়কও ম্যাচ শেষে উইকেটের প্রশংসা করলেন, ‘আমার মনে হয় উইকেট আজ বেশ ভালো ছিল আগের ম্যাচের তুলনায়। কিন্তু দিনের বেলায় আমরা যখন ব্যাট করছিলাম সে সময় স্পিন খুব ধরছিল, বাউন্সও একটু হচ্ছিল। কিন্তু রাতে আমার মনে হয় উইকেট বেশ ভালো ছিল। অনেক বেশি ভালো ছিল। বোলাররা এই পিচে অনেক ভালো বোলিং করেছে, ১৪০ ডিফেন্ড করতে পেরেছে।’
ম্যাচটিতে জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচ আগামী রোববার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার নাঈম শেখ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ সাত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এটি। তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ১৩৭ রানে থামে নিউজিল্যান্ড।