পরিবার নিয়ে চিন্তিত রশিদ খান
আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। বিনাযুদ্ধে তাঁরা আফগানিস্তানের রাজধানী নিয়ন্ত্রণ নেওয়ার পরদিন সকালে কাবুলের রাস্তাগুলো ছিল জনশূন্য, দোকানপাট বন্ধ ছিল আর নগরীর নিরাপত্তা রক্ষীদের খোঁজ মেলেনি।
আজ সোমবার সকালে শহরে এমন চিত্র দেখা গেলেও বিপরীত চিত্র ছিল কাবুল বিমানবন্দরে। সেখানে শত শত আফগান জড়ো হয়ে বিভিন্ন ফ্লাইটে দেশ থেকে পালানো চেষ্টা করছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই আবহে আফগান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে আফগানিস্তান অংশ নেবে কি না সেটাও অনিশ্চিত।
এদিকে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে রয়েছেন রশিদ খান। কিন্তু তাঁর পরিবার রয়েছে আফগানিস্তানে। এই ঘটনায় রশিদের বেহাল দশা বলে জানিয়েছেন কেভিন পিটারসেন। স্কাই স্পোর্টসকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন বেশ কয়েকবার রশিদের সঙ্গে তাঁর কথা হয়েছে। আফগানিস্তানে আটকে পড়া পরিবারের সদস্যদের নিয়ে আফগান ক্রিকেটার চিন্তায় রয়েছেন। এই ঘটনা মর্মস্পর্শী।’
এর আগে আফগান তারকা ক্রিকেটার রশিদ খান টুইট করে শান্তির আহ্বান জানান। তিনি টুইটে লিখেন, ‘শান্তি’। আফগানিস্তানের পতাকার সঙ্গে প্রার্থনার ইমোজিও ব্যবহার করেছেন তিনি।
এদিকে আফগানিস্তানের সরকার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। হাজার হাজার আফগান বাসিন্দা আর বিদেশি নাগরিক কাবুল থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। বিমানবন্দরে হযবরল অবস্থা তৈরি হয়েছে।