পাকিস্তানকে আমন্ত্রণ জানাবে আফগানিস্তান
এই সেপ্টেম্বরে পাকিস্তান ও আফগানিস্তানের বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলার কথা ছিল। সিরিজটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু শ্রীলঙ্কায় করোনা বেড়ে যাওয়ার কারণে সিরিজটি বাতিল করা হয়।
এনডিটিভির খবরে জানা গেছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আজিজুল্লাহ ফাজলি। তিনি পরিকল্পনা করছেন, একদিনের সিরিজ খেলার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর। এই সপ্তাহের শেষের দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা তাঁর। সেখানে গিয়েই পাকিস্তানকে নিজেদের দেশে খেলার আমন্ত্রণ জানাবেন তিনি।
পাকিস্তান ও আফগানিস্তান এই মুহূর্তে এশিয়ার প্রথম সারির দল। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছিল পাকিস্তান-আফগানিস্তান। সে ম্যাচে ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান।
আজিজুল্লাহ ফাজলি বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গে দেখা করব এবং প্রস্তাব দেব একদিনের সিরিজটি খেলার জন্য, যেটা সেপ্টেম্বরে আমাদের খেলার কথা ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি ২৫ সেপ্টেম্বর পাকিস্তানে যাব। তার পর সেখান থেকে ভারত, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে যাব, সেই সব দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য। আমরা আফগানিস্তান ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চাই। আমরা অন্য দেশেরও সাহায্য চাই।’
প্রসঙ্গত, এই বছরের শেষের দিকে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে পারে আফগানিস্তান।