পরের বিশ্বকাপ জিতবে পাকিস্তান, বিশ্বাস আফ্রিদির
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে দেখা গিয়েছিল পাকিস্তানকে। ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার পর থেকে সুপার টুয়েলভে টানা জয় পেয়েছিল বাবর আজমের দল। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের স্বপ্নযাত্রা থামিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।
পাঁচ উইকেটের হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। তবে হারলেও ম্যাচের পুরো সময় দাপট দেখিয়েছেন বাবররা। মুগ্ধ করেছেন ক্রিকেট ভক্তদের। মন জয় করেছেন দেশটির সাবেক অধিনায়াক শহীদ আফ্রিদিরও। তাই তো আগামী বছরের বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন দেখছেন আফ্রিদি।
পাকিস্তানের সাবেক অধিনায়কের বিশ্বাস, পাকিস্তানের বর্তমান দলটি আগামী বছরই বিশ্বকাপ জিততে পারে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘দারুণ লড়াই করেছো ছেলেরা, আমাদের গর্বিত করেছো। টুর্নামেন্ট জুড়ে দারুণ প্রচেষ্টার ছাপ রেখেছো। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো খেলেছো। আমার সত্যিই মনে হয়, এই দল আগামী বছর বিশ্বকাপ জিততে পারে। আমাদের সবার উচিত এই দলের পাশে থাকা।’
এই বিশ্বকাপের বেদনা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান বর্তমান অধিনায়ক বাবর আজমও। সতীর্থদের বার্তা দিয়ে তিনি বলেছেন, “বেদনা সবারই আছে। সবারই কষ্ট হচ্ছে যে, কোথায় আমরা ভুল করেছি, কোথায় ভালো করা উচিত ছিল। সবাই জানে। এখান থেকে আমাদের শিখতে হবে। আমাদের যে বন্ধন গড়ে উঠেছে, এটা যেন ছুটে না যায়। কেউ কারও দিকে যেন আঙুল না তোলে যে ‘অমুক এটা করেছে, তমুক ওটা করেছে।’ দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি।”