পাপনের সমালোচনায় সাবের হোসেন
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম হতাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটে-বলে কিংবা ফিল্ডিংয়ে সব বিভাগেই ছিল ব্যর্থ। সুপার টুয়েলভে জয়হীন থেকে একেবারে শূন্য হাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।
বিশ্বকাপে এত ব্যর্থতা নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। তবে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী সরাসরি আঙুল তুলছেন বর্তমান সভাপতি নাজমুল হাসানের দিকে। তাঁর মতে, বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন অযোগ্য সভাপতি।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সাবের হোসেন। তাঁর অধীনেই টেস্ট খেলুড়ে দেশ না হয়েও মিনি বিশ্বকাপ (এখনকার চ্যাম্পিয়ন্স ট্রফি) এককভাবে আয়োজন করে বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এ ছাড়া টেস্ট খেলার মর্যাদাও পায় তখন।
ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা সাবের হোসেন বর্তমান ব্যর্থতায় চুপ করে থাকতে পারলেন না। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সমালোচনা করেছেন নাজমুল হাসান পাপনকে নিয়ে।
সাবেক সভাপতি লিখেছেন, ‘জনাব পাপনের (নাজমুল হাসান) সময়ে বাংলাদেশ এই নিয়ে চারটি বিশ্বকাপ খেলল। পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়েছে। (বোর্ডের) সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সভাপতি, সবচেয়ে অযোগ্যও। সবসময়ই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে তিনি দেশের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে ফেলেছেন। লজ্জার ব্যাপার যে, আমাদের আছে নির্লজ্জ এক ক্রিকেট বোর্ড।’