পুতিনের মৃত্যু কামনা করলেন এক ইউক্রেনীয় ফুটবলার!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই ঘোষণা দেন এবং পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। এর পরই থেকেই শুরু হয়ে যায় হামলা।
অবশ্য ইউক্রেনের ক্রীড়াবিদরা তা মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। ইউক্রেন জাতীয় দলের অধিনায়ক ওলেক্সান্দার জিনচেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন।
ডেইলি মেইলের খবরে জানা গেছে, পুতিনের বিরুদ্ধে জিনচেঙ্কো যে পোস্ট দিয়েছেন তা নাকি মুছে দিয়েছে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম স্টোরিতে পুতিনের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘দানব, সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হবে তোর।’ অবশ্য পরে সে পোস্ট আর দেখা যায়নি। জিনচেঙ্কো দাবি করেন, ইনস্টাগ্রামই নাকি মুছে দিয়েছে সেই পোস্ট!
এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ নাগরিক নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।
রাজধানী কিয়েভসহ দেশটির একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। পাল্টা আঘাত হানার দাবি করেছে ইউক্রেনও। রাশিয়ার ছয়টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
সাংবাদিকদের ওলেকসি আরেস্টোভিচ বলেন, ‘আমি জানতে পেরেছি ৪০ জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। প্রায় ১০ জন বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টিও অবগত আছি।’