প্রথম ওয়ানডের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
এবার ইংল্যান্ড সফরটা বাংলাদেশের জন্য বেশ ব্যতিক্রম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া যেখানে মূল চ্যালেঞ্জ, সেখানে বৃষ্টির বাধায় ঠিকঠাক প্রস্তুতি নিতে পারল না তামিমের দল। তাই পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি নিয়েই প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে প্রথম ওয়ানডের ঠিক আগের দিন দুঃসংবাদ পেল বাংলাদেশ।
ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। এতোটাই বৃষ্টি হতে পারে যে, ম্যাচও পরিত্যক্ত হয়ে যেতে পারে। সকাল ৮টা থেকে বৃষ্টি শুরু হয়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ার আভাস দিয়ে রাখল ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। তাই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা।
প্রথম ওয়ানডের পাশাপাশি সিরিজের বাকি দুই ম্যাচেও বৃষ্টির বাধায় খেলা না হওয়ার শঙ্কা রয়েছে। কারণ আগামী ১২ই মে দ্বিতীয় ওয়ানডে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী ১৪ই মে তৃতীয় ওয়ানডের দিনও সকাল থেকে সারাদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চেমসফোর্ডের আবহাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আবহাওয়া আমাদের অনুকূলে নেই। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিতে পারিনি। আসার পর মাত্র একদিন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পেরেছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’
একমাত্র প্রস্তুতি ম্যাচের পুরোটাই বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটিও হারায় তামিমের দল। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা মাঠে গড়ালে ভুগতে হতে পারে বাংলাদেশ দলকে।