ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে সেরেনা
রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। ফ্রেঞ্চ ওপেনে স্বদেশি ড্যানিয়েল কলিন্সকে ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে রোলাঁ গারোয় চতুর্থ রাউন্ডে উঠে গেলেন তিনি।
বিবিসির খবরে জানা গেছে, ম্যাচে দ্বিতীয় রাউন্ডে ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন সেরেনা। নিজের ভুলে সেই হারতে বসেছিলেন তিনি। তবে সেই ধাক্কা সামলে টানা পাঁচ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত জেতেন তিনি।
২০১৬ সালের পর থেকে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি যুক্তরাষ্ট্রের এই তারকা। আর ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ।
ম্যাচ জিতে পর সাংবাদিকদের সেরেনা বলেন, ‘এই ম্যাচটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরিস্থিতি আমার পক্ষ্যে ছিল না। সেই সময় ঘরে দাঁড়ানো খুব প্রয়োজন ছিল। কলিন্সের বিরুদ্ধে পয়েন্টগুলো পেতে খুবই কষ্ট করতে হয়েছে।’
এদিকে পুরুষদের এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন পঞ্চম বাছাই স্তেফানোস সিৎসিপাস। গত আসরের সেমি-ফাইনালিস্ট ২২ বছর বয়সী এই তারকা যুক্তরাষ্ট্রের জন ইসনারকে হারান ৫-৭, ৬-৩, ৭-৬ (৭-৩), ৬-১ গেমে।